তোমার সবচাইতে সুন্দর আশ্চর্য ওই চোখ জোড়ার শপথ করে বলতেছি,
একদিন তোমার ভেতরে প্রেম অঙ্কুরিত হবে,
প্রেমিকের গন্ধ পাওয়ার জন্য হাপাতে থাকবে চার দেয়ালের প্রকুষ্ঠে।
হিমোগ্লোবিনের কণায়-কণায় সৃষ্টি হবে প্রেমের দূরন্ত উচ্ছ্বাস,
জটিল রোগ হয়ে প্রেম তোমার উপর ভর করবে,
তুমি মৃত্যুর দুয়ারে অপেক্ষারত ব্যক্তির ন্যায় হাফাতে থাকবে প্রেমের অসুখে,
শুধু একটিবার প্রেমিকের ভালোবাসা পাওয়ার জন্যে।

তোমার প্রেমহীন ঠোঁটের কসম করে বলতেছি,
যেদিন সময়ের বিবর্তনে তোমার আকাশে প্রেম আসবে,
সেদিন প্রেমিকের দারুণ প্রেমের ঘূর্ণিতে অন্ধ হয়ে যাবে,
কিন্তু প্রেমিক তোমাকে ভালোবাসা দিবেনা।
যেদিন নবাগত ভালোবাসাকে অযোগ্য বলে সুদর্শন তোমাকে প্রমের অধিকার থেকে বঞ্চিত করবে,
সেদিন বুঝে নিও অনেক বছর পূর্বে সৃষ্টি হও আমার প্রেমের কথা,
যা ছিলো শুধু তোমার জন্যে।
একটু আমার কথা ভেবে নিজেকে স্বস্তি দিও,
একমুখী প্রেমের কী দারুণ যন্ত্রণা ভোগ করেছিলাম।
একটু বুঝে নিও,
তোমার চোখের প্রেমে পড়ার প্রতিটি মহূর্ত ছিলো আমার জন্য আত্মহত্যা।

কসম করে বলতেছি,
নিরাক শূন্য প্রদোষে তুমিও কোনো পরুষের
প্রেমে পড়বে।
সে যখন তোমার শ্রেষ্ঠ প্রেমকে প্রত্যাখ্যান করবে, তখন সময়কে পিছিয়ে নিয়ে গিয়ে
কাস্মিনকালের জন্য ভাবিও, অতীতের কোনো শীতের দুপুরে তোমার চোখে সমর্পিত আমার প্রেম আকুতির কথা।
আমাই ইচ্ছে করে হারিয়ে দেওয়ার স্মৃতি বুকে
এনে,
চোখের কোণায় কয়েক ফোটা পানি জমিও।
ফেলে আসা দুঃখ গুলোকে কীভাবে বোঝা করে
ছেপেছিলাম,
তোমার অপ্রত্যাশিত না-পাওয়া প্রেমের নামে। তোমার ঈর্ষান্বিত ঠোঁটের শপথ করে বলতেছি,
তুমিও একদিন কাঁদবে।
ভালোবাসার মর্যাদা না পেয়ে,
প্রেমকে প্রতিষ্ঠিত না করতে পেরে।

🖋️সাজ্জাদ হোছাইন সাকিব
০৬অক্টোবর,২০২২