তোমায় নিয়ে স্বপ্ন দেখতে দেখতে
মস্তিষ্ক আজ বিকল।

তোমায় নিয়ে ভাবতে ভাবতে
ভাবনারা লাইন চ্যুত হয়ে আজ অ্যাকসিডেন্টে
মৃত ---

তোমায় আমার করে রাখতে গেছি বলেই
আজ আমি বাস্তুহারা,পথহারা পথিক।

তোমার জন্যই
হেমন্তের গানে আমি সোজা পথে ধাঁধিয়েছি;
মান্নার গানে ভালোবাসার জলসাঘর ঘর বেঁধেছি
রবির গানে এ হৃদয়ে আধো পরিচয়
আর শ্রীনীতা বলে বড় ক্লান্ত এ হৃদয়