তোমার লাগি আশার প্রদীপ
জ্বেলেছি যে এই প্রাতে
আসবে না কি মোর দুয়ারে
এই বাতিটি আগলাতে?

তোমার সাথে মিলে কি আবার
নতুন সৃষ্টি হবে গড়া!
নাকি তোমার অপেক্ষাতেই
কাটবে জীবন সারা?

আসবে তুমি, কাঁদবো আমি
বলবে তুমি এসে
দেখলি সিনু চলেই এলাম
আবার তোরই দেশে