সেদিন তোমার কারণে
অকালবোধনে বসন্ত
এলো আমার জীবনে।
সাথে আনলে হাসি
আর উপচে পড়া
আনন্দেরই রাশি।
মত মিলল,ঠোঁট মিলল
মিলল সাথে যুগ
দুই বক্ষের মিলনেতে
আলিঙ্গনের সুখ।
স্মৃতিরা সব ক্যানভাসেতে
আঁকলো ছবি ঘর বানাতে
সেই ছবিটি বন্দী ফ্রেমে
হাসত দেখো মনবাড়িতে
হঠাৎ কেমন মেঘ করল,ঝড় উঠল
বৃষ্টি এলো সাথে
বসন্ত ফের চলেও গেল
এসেছিল যার হাতে।
অঙ্গ মিলল,ঘর উঠল
জমল স্মৃতি ঘরে
তবুও হায় প্রেম হলোনা
ঘটল কেমন তরে!