এপার বাংলা ডাকে আয় আয় আয় আয়...
ওপার বাংলা ডাকে আয় আয় আয় আয়...
দুপারে সেই একই মায়ের সবুজ আঁচল পাতা,
তবু শোকে মায়ের বুকে বাজে কত বিরহ গাথা।
সোনা ছেলে রফিক সালাম কোথায় গেলি তোরা,
মায়ের দুখে অপমানে জীবন দিয়ে হলি সর্বহারা।
মায়ের প্রাণে তোদের তরে আনন্দ জাগে আজ,
তবু তোরা যে নেই তাই মায়ের নিরানন্দ সাজ।
এমন ছেলেমেয়ে যেন জন্মে জন্মে আসে,
মায়ের অপমানে যারা থাকে মায়ের পাশে।
অমর একুশ অমর বাংলা অমর হোক ওরা,
যুগে যুগে বলবে সবাই ভাষা মাতা গরব ভরা।
।। ।। ।। ।। ।।