অনুভূতিগুলো লুণ্ঠনের আলোয় হিম --
এখন শীতের দোসর;
এখনো শরীরের মাংসে ছুরি হয়ে বসে আছে, পরশে পাই সামন্ত প্রভুর উগ্র নখর
বুঝি এও এক অধার্মিক ঔপনিবেশিক লোভ
আমাকে গুমোট হওয়ায় আটকে রাখে।
প্রবল বাধায় দেখি --
রবীন্দ্র নাটকে উত্তরকূটের গল্প ডানা হয়
পলাশীর প্রান্তর - আন্দামানী ফানুস
পূর্ব পাকিস্তান-বালুচিস্তান হয়ে
বলে ওরা সব লালচোখ সর্দার,সংখ্যা মানুষ
ওরা ব্রিটিশের ভুত, ওরা ভাল নয় --
যারা ভালো না বেসে ভালো দাস বানায়,
কিন্তু ওরাতো শুধু কুঠিতে কুঠিতে বসে নেই
ওরা শুধু অফিসে অফিসে ছড়িয়ে নেই
ওরা শুধু পথে ঘাটে এজেন্ট হয়ে নেই
ওরা ছড়িয়ে পড়ছে --আমাদের অবিশ্বাস
ওরা গড়িয়ে নামছে --আমাদের খেলার বল
ওরা ফোঁটা ফোঁটা পড়ছে -- খাবার জল
ওরা মিশে যাচ্ছে আমাদের খাদ্যে, ঘুমে
বুঝছি বেশ ওরা ভাল মানুষ নয় --
তবু আমরাও ভালো হতে পারছি কৈ?
সাবধান, আমরাও ভালো মানুষ নই।
অমুক সর্দার বাবুরা - দস্যু দাদারাই প্রভু দেখছি দুবেলা খুঁচিয়ে খুঁচিয়ে
রস হাড় মাস বের করেন আর কামান টাকা
বোধহয় স্বপ্নে চার পাঁচশ বছর স্থবির আছি--
আরো কত শতাব্দী কাটল কে জানে!
তবু আমরা দেশ চিনলুম না কেন?
তবু আমরা কেন ধর্ম চিনলুম না?
তবু কেন ভাল মানুষ হতে পারলুম না?