স্মৃতি জুড়ে নির্জন আকাশ
নিচে তার মাঠ ভরা ধান,পাখি কলতান
পাতা ভরা ফুলগাছ কত
তরু অপরাজিতার লতা,
একদিন সে পথে সৎ মানুষ হয়ে এলে,
জ্ঞান হবার পর থেকে দেখি
এক আদর্শের টানে চলেছ একা,
সত্যালাপী শুভ্রবাস সব্যসাচী যুবা
হাত ধরে নিয়ে গেছ বিদ্যালয়ে, বাসস্টপে
ভাগবত দিব্য কথার আসরে,
সেবেলা কাঁদিয়ে আমাকে কোথায় গেলে?
তখন থেকে খুঁজছি শুধু খুঁজছি
শৈশবে যৌবনে আর সব স্মরণে স্বপনে
শুধু বিস্ময়ে দেখছি স্বর্ণকান্তি তেজরাশি
মিশে যাচ্ছে সূর্যের আলোয়।
।। ।। ।। ।। ।।