চামর পাতাগুলি নীরবে ছড়িয়ে জড়িয়ে আছে
নারকেল গাছের ওপরে নিচে
বাহুগুলি পথঘাট আচ্ছন্ন
কনকনে অপেক্ষারাও জমাট,

ডালে পাতায় কথা হয়
শীতল হওয়ায় স্নিগ্ধ শীত
গঙ্গার ধারে সারি সারি দাঁড়িয়ে রয়েছে,

কদিন পরেই নবীন বসন্ত আসবে।

।।  ।।  ।। ।।  ।।