জয় জয় জয় মাতা বিদ্যাদায়িনী --
মহাদেবী সুরেশ্বরী প্রকৃতিরূপিনী,
বিশ্বরূপা জ্ঞানাঞ্জনা অবিদ্যানাশিনী,
বেদমাতা সরস্বতী সত্য স্বরূপিনী।
ভক্তিরূপিনী জননী ভক্তিদায়িনী,
শুদ্ধাচার পবিত্রতা সভ্যতারক্ষিণী।
তুমি লক্ষ্মী সরস্বতী জগতের ত্রাতা,
বাক হতে চিন্তাদাত্রী তুমি নিত্যমাতা।
ত্রিদেব বন্দিতা তুমি কমললোচনী,
তুমিই শাস্ত্র বুদ্ধি তুমি বীণাধারিণী।
বরাভয় রূপে তুমি দুঃস্বপ্ন নাশিনী,
শোকান্তকারিণী তুমি প্রজ্ঞাদায়িনী।
তুষারহারধবলা দেবী সুর-বন্দিতা,
শুভ্রবস্ত্র পরিহিতা ঋষির পূজিতা।
নৃত্য গীত আদি শিল্প তব সিদ্ধ দান,
তবমহিমায় তৃপ্ত সর্ব মানবের প্রাণ।
তুমি শুভ্রা ভগবতী দেবী ভারতী,
শ্বেতাক্ষসূত্রা তুমি মহাভাব দাত্রী।
পিতা মাতা গুরু রূপে তুমি চিত্তসার,
স্তোত্র তুমি পূজা তুমি প্রার্থনা অপার।
শ্বেতপদ্মাসনা দেবী তুমি পুষ্পশোভা,
তুমিই বেদ-বেদাঙ্গ ত্রিকালের প্রভা।
তুমি গ্রন্থ তুমি বিদ্যা তুমি বিদ্যাস্থান,
তুমি সৎকর্ম দেবী রাখো সতের মান।
কহিছে দীনশ্রীপর্ণ মাতৃপদ আশে,
জ্ঞানহীন তবু মাগো বেঁধো স্নেহপাশে।
।। ।। ।। ।। ।। ।।