সারাদিন স্মৃতিপুষ্পচন্দনে শুভ্রবাসে এলে,
সময়ের গণ্ডী ভেঙে
ঠক ঠক জুতোর শব্দও তো পেয়েছি কানে
তখন পঞ্চমীর পুজোয় বসেছি,
তুমি কি এলে?
যেমন দেখেছি পেয়েছি,
যেমন আটত্রিশ বছর আগের একদিন
এখনোতো কথা কয়
এমনই এক ভক্তি সাধনার দিন
সকালের আলোয় বাগদেবীর সামনে
হাতেখড়ি দিয়েছিলে আমায়
আজও তো তেমনই প্রদীপ জ্বলে-জাগতিক
সুগন্ধি ধূপ চন্দন পুষ্পশোভা রয়েছে তেমন
জ্ঞানদায়িনীর সম্মুখে নতজানু আমি,
দীঘিভরা চোখে খুঁজছি তোমাকে
শ্বেতগন্ধচর্চিতা দেবীর মধ্যে -
প্রার্থনায়- আলোয় অর্ঘ্যে -
এই প্রথম পুষ্পাঞ্জলি দিলুম তোমাকে ছাড়া।
।। ।। ।। ।। ।।