বন্ধ দরজার ওপারে যে আছে
একান্ত দিনের -- কুটিল
সে কি প্রেম?

একান্ত রাত অবিশ্বাসের
চুপিসারে উঠে এসেছে কেন মাথায় ব্যথায়,

বন্ধ দরজার ওপারে যে আছে
বিস্তর মিসড কলে
সে কি প্রেম?

আছে সে বিস্তর কুহকে অপাঠে
ঘুনি আর আড়াকাঠে --

বন্ধ দরজার ওপারে যে আছে
ফেকু টি আর পি শত্রুর উল্লাসে,
সে কি প্রেম?

ঘোলা জলে আর বিভ্রমে
শরীর খারাপেরা ভীড় করে আসে।

।। ।। ।। ।। ।।