ওরা যখন নিপীড়িত হচ্ছিল
চোখে ঝরছিল নদীর জল
গা বেয়ে নেমে আসছিল ঘাম
পায়ের শিকড়ে।

ওরা যখন নিপীড়িত হচ্ছিল
জীবন খাতায় জমছিল কষ্টের সাধনা
মন বেয়ে যন্ত্রণারা উঠে যাচ্ছিল
ঈশ্বরের সান্নিধ্যে।

।।  ।।  ।।  ।।  ।।