মন খারাপ হলে তোমারই মতন
চোখ কান ফোন বন্ধ করি,
বিব্যথা - কথার বাঁধন ছেড়ে
ঘরের দেওয়াল- জানালার
সমস্ত ব্যাকুল সান্নিধ্য তুচ্ছ করে
একা একা মেঘ হয়ে উড়ি - খুশিমত উড়ি ,
বিনা টিকেটের এরোপ্লেন চেপে পাড়ি দিই
অজানা দূর- দূরের পথ,
কখনো এক হলুদ মিশি রকেটে চেপে
মানুষ খুঁজতে বেড়িয়ে আসি মহাকাশ।
মন খারাপ হলে তোমারই মতন
ঘুরে ফিরে, সব ছেড়ে ক্লান্ত হই
বৃষ্টির ফোঁটায় চেপে আবার
নেমে আসি সহনশীল গাছ-পাতাটিতে
হঠাৎ ভাবি -
কোকিলের গান শোনা এখনো যে বাকি
আরো তাই নামি - নমি-
ক্ষুদ্র জলের বল- মাটিতে নামি।
মন খারাপ হলে তোমারই মতন
আবার বাষ্প হয়ে উড়ি,
অথবা সে একা একা বাতাসি বেলুন
ফেটে গেলে ছড়িয়ে পড়ি
মিশে যাই রাগে , ক্রোধে - অভিমানে
ক্ষোভে ত্যাগে - আনন্দ নীরবতায় - বায়ুতে
সমস্ত কিছুতে , তবু-
তবু আমি এক যক্ষপুর নির্জনে
এ সভ্যতার জঞ্জাল ঠেলে উঁকি দিই
জাগি - প্রফুটিত হই -
এক কিশোরের হাতে এক রক্তকরবীর ফুল।
।। ।। ।। ।। ।।