লণ্ঠনের আলোয়
সান্ধ্য শৈশব আমার
একা দণ্ডবৎ -
আধা আলোয়
আমার চোখ জুড়ে
বিবর্ণ মাদুরে কটি বই।
স্কুলের আলোয় এখনো
পাখা মেলে বন্ধু হয়
সে সব বই।
বাড়ির পাশে দাঁড়িয়ে
দানব প্রতিবেশী
গিলে খায় আলো -
আমার বই,
গরিব মায়ের ছেলে আমি
নিচু জাতের আলো --
টিমটিমে লণ্ঠন।
।। ।। ।। ।। ।।