আচ্ছা, বন্দীশালাতো ভেঙে গেল
রাজা ছুটলেন জ্ঞানের পথে
তারপরে নন্দিনীর কি হল?
মামা বললেন গম্ভীর ভাবে--
রবীন্দ্রনাথ আর কিচ্ছু লেখেননিরে,
তবে অন্য একটা গল্প বলো না,
অন্য একটা যক্ষপুরীর গল্প বলো,
শোন, তবে ঘুরে আসি অন্য একটা যক্ষপুরী
সেথা বাইরে গদি ভেতরে ফাঁপা বাড়ি
সেথা মানুষ ঠকিয়ে কিনছে সবে ঘড়ি
সেথা এক দুই তিন চার ধরে আছে ছড়ি।
না না, পদ্যে নয়, গদ্যে বলো
শোন, ভণ্ড সর্দারেরাতো খুব সাবধানী ছিল
ওদের জামার বুক পকেটে লেখা ছিল
ফরাসী শ্লোগান,
আর গুপ্ত পকেটে ছিল ডলার ভর্তি সিন্দুকের হাদিস -- বিদেশী ফ্ল্যাটের চাবি,
অসৎ- লোভী - দেশপ্রেমহীন মন,
তৈরী ছিল প্ল্যান 'বি'
রাজার নামে ওরাই
রটিয়ে দেয় অনেক বদনাম
৪৬ফ ৭৭ঘ জানায় --
রাজা কোথায় গেছেন কেউ জানেন না।
শেষমেশ এক সর্দারকেই সাজানো হয়
জালের বাইরে তিনি থাকেন,
তিনি কিশোরকে - বিশুকে -
সরিয়ে দিতে চান,
তিনি দেওয়ালে লেখেন - খ
গোপন চিঠিতে লেখেন - গঘ
তিনি মুখে বলেন - শ
গোপন বুকে বলেন - হ
সিগন্যালে আলো ফিকে হলে
ছোট বড় মেজ সর্দারেরা
রে রে করে তেড়ে উঠে-
একজন বলে -
অর্থ আর যশ লাভের জন্য
মানুষ খুন করতে তার হাত কাঁপে না।
আরেক জন বললে ...
আরেক জন বললে...
আরেক জন বললে...
যক্ষপুরী রিফর্মড ।
।। ।। ।। ।। ।।