দাঁড়া সূর্যকে মাথায় নিয়ে দাঁড়া
দু পায়ে ঘুরে আসি দু পা
দূরের শূন্যে জলের মত নড়ে
ও কার কারসাজি?
কী দেখিলি ?
স্বপ্নে কি এখনো বল্লালী
সম্বন্ধে সম্বন্ধে রাজপাট প্রেমময়
সম্বন্ধে অসম্বন্ধে চৌপাট বুক ধুলোময়
মরুময় মৃগতৃষ্ণা ভাষা
এইবার ধরা পড়ে যাবে মিথ্যে হাসা।
সেই থেকে দাঁড়িয়ে রয়েছি
ধু ধু প্রান্তর দেখেছি
চিনেছি সামনে ধুলোর কুহক
সেই কি গ্রাহক সেই কি বাহক
তবে এতকাল যা শিখেছি তা কি ভুল?
যা জেনেছি তা কি ভুল?
মিথ্যে জলের নামে বেঁচে
মুখ বুজে সবাই কাঁচ ঘরে আছে-
বাঁচায় বাবুয়ানা -বাঁচায় জোশ মান,
এই কি আনন্দ এই কি অমন গান!
সত্যি জলের খোঁজে আমি কত দূর?
হৃদয়ের পাশে একা খুঁজি হৃদয়পুর।
।। ।। ।। ।। ।।