এইটুকু পথ
তবু দুধারে কত রঙবেরঙ -- রহস্য
থেমে যাওয়ার হাতছানি
আলাপ - পিছুটান।
সুদৃশ্য ঘর - পোশাকের লাইব্রেরী
পাহাড় প্রমাণ খাবার --
সমুদ্র প্রমাণ জল,
তারা খচিত সর্বআয়েসী হোটেল
আর সব সঙ্গের ঝিলমিল আকুতি,
সব কিছু মিলিয়েই ট্রাফিক জ্যাম।
ঘন্টার পর ঘন্টার কেটে গেলো
দৃশ্যের কোলাহল
উৎকণ্ঠায় স্তব্ধ হলে,
চাকাগুলিও থেমে গেলো,
শীতাতপ গাড়ির আলসেমি ছেড়ে
নামলুম মাটিতে--
হেঁটে এসে মনে হল
এইটুকু পথ,
এইটুকুইতো পথ!
দিব্যি হেঁটে আসা যায়।
।। ।। ।। ।। ।।