এইযে তোমাদের বলছি
শুনছো,প্রতিদিন দ্যাখো আর ভাবো
অন্তত একটুখানি ভেবো তোমরা,
ঠিক আমি যেমন করে তোমাদের ভাবি -- দেখি,
কান্ডে শাখায় বল্কল জুড়ে আমার চেতন
শিকড়ে আমার প্রাণের বাসনা
আর পাতায় পাতায় আমার স্বপ্ন;
জানো, মনেও আমার কত ইচ্ছেরা ঘোরে
তাই দিয়ে রোজ আমি আকাশ মাপি
পাখিদের গান শুনি,বৃষ্টি মাখি
আর তোমাদের সঙ্গে ভাব জমাই
ভালোবাসা দিই
সেবা দিই
আরো কত কিছু দিই।

এই দ্যাখো, শূন্যে রয়েছে আমার ডালপালা     , মাটির কত গভীরে আছে প্রাণরস!
তবু জল চাও – জল দিই
বায়ু চাও বায়ুু দিই, মেঘ দিই
ছায়া দিই
পাতা ফুল ফল
তোমাদের হাতে পাতে মেলে দিই;
তবু ছিঁড়ে দাও বসন বল্কল
ছল ক’রে নষ্ট করে দাও কেন জীবনের ফুল,
কত কঠিন কুঠারে আমার রক্ত ঝরাও
আঘাতে আঘাতে আমি শেষ হয়ে যাই
তাও করিনিতো প্রতিবাদ
বাড়িয়েছি শাখা হাত-
উড়িয়েছি মগ্ন চৈতন্যের ঘ্রাণ।

চোখ নেই তবু ঝরে জল
কাঁপি- কাঁদি, মাপি ঝড়
বেয়াদপ বৈঠকি ঝাঁঝে কষ্ট পাই,
তাও টিকে থাকি-
বাঁচি , তোমাদের বাঁচিয়ে রাখি
হিংস্র হয়ে তবু আসো প্রতিদিন
আমার নিরীহ গুঁড়ির দিকে চেয়ে তোমাদের লোভী চোখ চকচক করে ওঠে, নির্বাক হয়ে
চোরা কারবারী আর নেতাদের সখ্য দেখি আমি,
আমারই ছায়ার নিচে বসে
বানাও কত ষড়যন্ত্রের জাল
বারুদে আঘাতে আমার পাতায় শাখায়
ক্রমে ত্রাস ছড়িয়ে পড়ে।

আমি গাছ- তবু চাই
গাছ হও তোমরা।

।।  ।।  ।।  ।।  ।।