দীন ফেরিওয়ালা আমি
এক পয়সার আলো ফেরি করি
জোর করিনা কারেও
তবু কিছুতে ওদের চোখে লাগিনা,
তবে তা ওদের চোখের দোষ
নাকি আলোর দোষ তা জানিনা
শুধু জানি এই -
অহংকারী ধনী জনপদে
শুধু শুধু ঘুরতে ঘুরতে
ফিরতে ফিরতে
সূর্য ডোবার আগেই
আমায় চলা শেষ করতে হবে।
প্রতিদিন শুরু করি
প্রতিদিন শেষ হয়
এক পয়সা আমার তেমনি থাকে,
ব্যর্থ দিনের শেষে
ক্লান্ত হয়ে ফিরে আসি
আমার ছোট্ট মাটির ঘরে,
চোখ বুজবার আগে
ক্ষণিক পলকে দেখে নিই
এক মুখ হাসি নিয়ে
ভাঙা দেওয়ালের পাশে তেমনি
দাঁড়িয়ে রয়েছে আমার নয়নতারা গাছটি
আমার এক পয়সার আলো।
।। ।। ।। ।। ।।