তুমি পিতা তুমি মাতা
তুমি বন্ধু তুমিই সখা
তুমি দ্রব তুমি দ্রবীভূত
তুমি বর্তমান তুমি ভুত
তুমি কাল তুমি কালী
তুমি ফল তুমিই ফলী
তুমি ভব তুমি ভবিষ্যৎ
তুমি গণ গণের অতীত।
তুমি রাম তুমি শ্যাম
তুমি দিন তুমি যাম
তুমিই ব্রহ্ম তুমি অড
তুমি আল্লা তুমি গড
তুমি বুদ্ধ তুমিই শংকর
তুমি সদ তুমিই কিঙ্কর
তুমি দেহ তুমিই মন
তুমি পণ তুমিই প্রাণ।
তুমি একা তুমি মহা যূথ
তুমি আহ্বান তুমিই আহূত
তুমি প্রেম তুমিই পরম
তুমি আদর্শ তুমিই শরম
তুমি কর্ম তুমি জ্ঞান
তুমি চিন্তা তুমি ধ্যান
তুমি ভক্তি তুমিই সত্য প্রার্থনা
তুমি যোগ তুমিই শুভ কামনা।
তুমি চক্ষু তুমিই দৃষ্টি
তুমি স্মৃতি তুমিই শ্রুতি
তুমি ঘর তুমিই মহা ঘরনী
তুমি শ্রী তুমিই শ্রী দায়িনী
তুমি প্রীত তুমিই গীত
তুমি চিন্তা তুমিই চিত
তুমি স্রষ্টা তুমিই সৃষ্টি
তুমি সভ্যতা তুমিই কৃষ্টি।
তুমি নর তুমি নারী
তুমি পার তুমি পারী
তুমি তেজ তুমি তেজী
তুমি মাটি তুমিই প্রভুজী
তুমি মরুত তুমিই বোম
তুমি অগ্নি তুমিই হোম
তুমি দেব তুমিই দেবী
তুমি ঋষি তুমিই কবি।