১
মানুষ তো স্বভাবত বোকা নয়,
মিথ্যে ঝর্ণা ভণ্ডামির প্রতাপ উপত্যকা
নির্দেশ পেরিয়ে পেরিয়ে
একদিন ঠিক বিবেক বুদ্ধি হবে।
জল চিনবে ঠিক আনন্দ আকাশ।
২
মানুষ তো স্বভাবত অসৎ নয়,
কল্যাণী মূর্তির আড়ালে ছদ্মবেশ দেখে
একদিন ঠিক তার নির্বাণ বুদ্ধি হবে।
শাখা চিনবে ঠিক তার কাণ্ড।
৩
মানুষ তো স্বভাবত ধান্দাবাজ নয়,
সত্যে, ফোনালাপে হানাদার অসঙ্গতি ভুলে
একদিন ঠিক তার অপ্রমাদ বুদ্ধি হবে।
আঙুল চিনবে ঠিক তার হৃদয় ও মাথা।
৪
মানুষতো স্বভাবত ছন্দছাড়া নয়,
একদিন ঠিক তার যতি পর্ব জাগবে
নাটুকে লতি মেকি হালদার স্বর ছেড়ে
লয় ও হ্রস্বপর্ব চিনবে ঠিক তার ঈশ্বরকে।
।। ।। ।। ।। ।।