বিভোর হয়ে তুমি দেখছিলে আকাশের তারা
আমি দেখছিলাম বাগিচার ঘাস ,
সেই অবসরে কখন
গোলাপের কাঁটাগুলি বড় হয়ে গেছে
টের পাইনি ।
তারপর যেন দুটি সরলরেখা
সহজে সমান্তরালে চলে গেছে বহু বহু দূর পথে-
স্বাধীন দিগন্তে,
যেন মুখোমুখি দেখা হবে না আর কোনোদিন ;
পথে পথে কুয়াশারা ঘন মেঘ হয়
মেঘ ছুঁয়ে স্থির নামে
লোক মুখে কথার গহন
পুরনো সে প্রাণে আর গানের স্বপ্নে
তবু হালফিল
এক সুতো আলোটান জেগে থাকে,
ভ্রমরেরা উড্ডীয়ান হলে
কমলের দলে আর ঘ্রাণে
সব কিছু আগলে থাকতে চায়
এখনো এ মন।
।। ।। ।। ।। ।।