সকালের আলোয় ভেসে ওঠো আলো
সোনালী রোদের পরশে এই শীতদেশ
রূপোলি আকাশ যেন ধোঁয়া ধোঁয়া রোঁয়া,
হঠাৎ পিতৃস্মৃতিতে পাই সে চেতন স্পর্শ
মনের শিরা-বাগান অলিগলি চমকিত হলে
নিরঞ্জন আকাশে কি শুনি এক বিহন ঘোষণা
যে একদিন এক শিশুর চোখে মেলে ধরেছিল
শিকাগোধন্য তোমার ঐ ভুবনমোহন ছবি --
কৈশোরে বেদান্তস্নিগ্ধ তোমার রচনাবলী,
লোনা জল বেদনায় ভাঙ্গে চিত্ত পাদদেশ
সফেন সমুদ্রে জাগে তবু এ নরম প্রাণ।
থাকো সব স্বপনে সৎ করমে মরমে
রাত্রির অবগুন্ঠনে এ সভ্যতার বীজ।
।। ।। ।। ।। ।।