কোথা আছ কেমন আছ -- কিচ্ছুটি জানিনা। জানতে বার বার চেষ্টা করি , শুধু ব্যর্থ হই। কিছুতে নচিকেতা হতে পারিনা। হঠাৎ মন খাঁ খাঁ হলে বেদনায় ককিয়ে ওঠে ফেলে আসা শৈশব। কতবার পাড়ার দুষ্ট দাদারা মাথার চুল টেনে দিয়েছিল-- তোমার কাছেইতো অভিযোগ করেছিলুম। এখন কার কাছে জানাব। কে বুঝবে অমন দুঃখের কথা। ভাবতে গিয়ে দেখি জগতের নিয়ন্তা প্রভু বিরাট একটা দুর্ভেদ্য আড়াল দিয়েছেন। দেয়াল টপকে যেতে পারছিনা। মাটিতে অসহায় হয়ে শুয়ে আছি আমিও। শুধু দেখছি আলো, আলোর সমুদ্র স্মৃতির বাগানে তুমি ছবি হয়ে আছো। আমার দুঃখ ,একাকীত্ব দূর করতে এগিয়ে আসছো একটা দুটো চারটে ছবি হয়ে -- ক্রমে হাজার হাজার ছবি আকাশে উড়তে থাকে।
।। ।। ।। ।। ।।