একটাই ছোট্ট জীবন
এদিকে একটার পর একটা চকচকে বিভ্রম
মনের ওপর আস্তরন ছড়িয়ে
বসে থাকছে পাড়ার মস্তানের মতন
যেন তার নিজের ঘর
যেন ক্ষমতায় যে দলই আসবে
তার পতাকা তুলবে বোম ফাটিয়ে -
মত্ত উল্লাসে-
ওদিকে সরল জীবন কোথায় হারিয়ে যায়
মন প্রাণ চুরি করে নিয়ে যায়
বণিক চোর-
অন্ন নেয় বস্ত্র নয়
রয়ে বসে বাসস্থান শিক্ষা নেয়,
এভাবে চমৎকার শেষ চৌর্য শিল্প হলে
রবীন্দ্র গল্পের থেকে উঠে
কে যেন কে মেহের আলি তখনও বলেন-
সব ঝুট হ্যায়
সব ঝুটা হ্যায়....
এদিকে সূত্রে সূত্রে বিয়োগ বিয়োগ
আর সব ভাগ চিহ্ন শেষে
পড়ে থাকে
শূন্যগর্ভ সভ্যতার নিরর্থক সমাজ
শুধু রক্ত মাংস নয়
বাকি ইতিহাস
আর অহঙ্কারী বিভ্রান্ত পিণ্ড।
।। ।। ।। ।। ।।