অবিন তুমি বললে-- চ
চ- এর পরে - ছ
ছ -দিয়ে যেমন ছাতা হয়
তেমনি তুমি বললে - ছাই
বললে ছাই-এ পাঁশ পাঁশে ছাই
মাই ছাইপাঁশ তুড়ি দিয়ে
অলিগলি খিল্লি -- মিল্লি--
নতুন মন ধাঁধানো শব্দ ট্রোল
তোমার নতুন সৃষ্টি
তোমার নতুন পরিচয়
সকলের সামনে তুলে ধরতে চায়
তুমি কত পেশাদার-- গুলদার--
কত আধুনিক -- তুমিই মানবিক-- এবং--
না থাক, ও আছে আঁতলামিতে--
জগতের বোকারা কি আবার বিভ্রান্ত?
চিন্তায় পড়লে অবিন?
না না তোমরা তো আছো জলে - লেজে--
তুমিও রয়েছো চৌর্যে--উদ্ধারে-- শোকে--
বাহ অবিন বাঃ তোমার জুড়ি মেলা ভার।
অবিন তোমাদের কতগুলো জামা?
আবার অপ্রতিদ্বন্দ্বী ঘামে
তুমি ভিজবে -- তর্ক করবে--
পলিসদ্ শব্দেরা এখন জামা
শব্দেরা এখন ভোল
বাহ অবিন বাঃ
তুমিই নায়ক তুমিই ভিলেন
তুমি দই তুমি দইওয়ালা
তুমিই টাকা তুমি টিকিট তুমি বাস
তুমি ছাত্র তুমিই থিসিস
তুমি রোগী তুমিই চিকিৎসক
তুমিই লজ্জা তুমিই অহংকার
বাহ অবিন তুমি একাই সব কুশীলব।
তুমি প্রো তুমিই প্রলেতারিয়েৎ--
বাহ অবিন বাঃ--
তোমার জুড়ি মেলা ভার।
দেখো অবিন অবনী জুড়ে তুমিই
ঈশ্বরের প্রতিদ্বন্দ্বী হয়ে আছো।
।। ।। ।। ।। ।।