লোকে দেয় দোষ, বলে কুকথা- আমি পাগলিনী রাই,
আর কেহ নাই, তোমা ছেড়ে প্রভু কোথা আমি যাই।
গৃহ সম্বলহীন আমি বুঝনা কি তুমি নাথ জগততারণ,
দয়া ভেবে সখা এ অন্ধের হস্ত পথমাঝে করহ ধারণ।
দীনহীন বালা আমি গোত্রহীন তবুতো পেয়েছি তোমায়,
করিহে মিনতি তাই তব পায় নাথ হে রাখহ আমায়।
শিশুকালে ছিনু মূর্খ বোধহীন, চেতনা ছিল নাতো প্রাণে,
পিতামাতা ভাইবোন সাথী নিয়ে খেলা ছিল বাল্যে গানে।
যৌবনে এল মহা ঝড় তুফান, বিভ্রমে ভুলালো তোমায়,
এবে রূপহীন গুণহীন আমি, বল মোরে কি হবে উপায়।
তব নব অনুরাগে পাই যেন ভালবাসা পরম স্বভাব,
দীন শ্রীপর্ণ কয় প্রেমময়ী রাধারাণী ভজিছে কেশব।
।। ।। ।। ।। ।।