দুহাত তুলে মোনাজাত করে রোজা রেখে ,
যাকাত দিয়ে ফকির মিসকিন  খাইয়ে ,
রব পেতে মরিয়া মুসলমান।

বিকট শব্দে কাশা ঘন্টা ফাটিয়ে,  
মোম  ধুপ পুড়িয়ে পূজার ঢালি সাজিয়ে,
উপোস করে ভগবান পেতে মরিয়া হিন্দু সমাজ।

বোদ্ধরা বোদ্ধ নিয়মে,
খ্রিস্টানরা খ্রিস্ট নিয়মে,
মিসন চালিয়ে যাচ্ছে,
কোন কমতি নেই।

কেন জানি মাতৃময়ী বৃক্ষরা,
সন্তান জন্ম দিতে অনিহা প্রকাশ করছে।
অবাধে মাছ মেরে যাচ্ছে জেলেরা,
মাছগুলো যেন ভয়ে গভীর জলে চুপসে আছে।

মজবুত অট্টালিকার সুসজ্জিত জানালার ফাঁক দিয়ে
মৃদু কান্নার আওয়াজ ভেসে আসছে,
কি যেন এক অজানা অশান্তি বিরাজমান।

কেউ বা আধ পেটে খেয়ে ফুটো চালের নিচে,
নাক ডেকে চিন্তাহীন ঘুমিয়ে আছে।

নেতাদের রাজনীতি গলাই কাঁটা হয়ে বিধে আছে।
ছাত্রদের চোখে বই যেন হয়ে উঠেছে বিষ ।
কলমের কালি ফুরিয়ে গেছে লেখকের।

ভালোবাসা সীমাবদ্ধ হয়ে গেছে ,
মা বাবা ভাই বোন প্রেমিক প্রেমিকার মধ্যে।

কাকগুলো বাসস্তান হারিয়েছে,
ভদ্র সমাজে যেন তাদের জায়গা নেই।

পুরনো দালান গুলো ঝুকে মৃদুস্বরে বলছে,
আমার যাওয়ার সময় হয়ে এসেছে।

বাঁশ বাগানের সমস্ত বাঁশ নত হয়ে আছে,
কি যেন অজানা অপরাধ করেছে তারা।

সূর্য পালিয়ে গেছে বহুক্ষণ আগে
চাঁদ যেন ভয়ে ঘুমরে আছে এককোণে।

পাপে পূর্ণতা লাভ করেছে পৃথিবী,
নিশ্বাস যাই যাই অবস্থা।