হে মোর তন্নী,
তুমি আজ পরের ঘরের গিন্নী
তুমি আজ চির সুখে সুখী,
তবে আমায় কেন করে গেলে দুঃখী।
একদা অতীতে তব হৃদে,
জমিয়ে ছিলেম মম ভালোবাসা,
তোমার ভালোবাসায় বিভোর হইয়া,
ছাড়িলাম অতীতের সব নেশা।
আজ তুমি নেই আমার পাশে,
তুমি বিহীন তাঁরা নেই আমার আকাশে।
সুখে থাকো প্রিয়তম স্বামীর ঘরেতে,
তোমায় হারিয়ে আমার জীবন অন্ধ জগৎতে
এখন শুধু বেঁচে থাকা ভালো থাকা নাই,
তুমি ছাড়া জীর্ণ জীবন বোঝা মনে হয়।