আহার দিয়ে প্রহার করে
কেড়ে নিলে এক জীবন।
মানুষরূপী অমানুষ আজ
ছেয়ে আছে সারা ভুবন।
শিক্ষিত হওয়ার দৌড়ঝাঁপে
মানুষ হতে গেছো ভুলে।
মানুষের তরে মানুষ মোরা
ভু্লে যাও অহমিকার ছলে।
চক্রাকারের সৌর জগতে
কোথাও দিন কোথাও রাত।
তোদের হৃদে দাগ কাটেনি
তোফাজ্জলের আর্তনাদ?
শিক্ষিত হইলে তোরা ডিগ্রীধারী
মানুষ হওয়া তোদের ঢের বাকি।