এক গাঁয়ের সরল চাষী
ফসল ফলায় রাশি রাশি।
গোয়ালেতে আছে ষাড়
পুকুরেতে মাছের আধার।
ছাগল ভেড়ার আছে পাল
গোলা ভরা মোটা চাল।
সবুজ সবজি মাঠ ভরা
সহজ তার জীবনধারা।
হঠাৎ গেলেন শহরে
দালান কোঠা আহারে!
খিদা পেলে ভর দুপুরে
খেতে গেলেন হোটেলে।
ওয়েটার বলে স্যার
কি দেব বলেন এবার?
বিফ নাকি চিকেন কারি
নাকি দেব ফিস তরকারী।
এগ অমলেট, মামলেট
হবে মজাদার পোস।
খেতে চাইলে দিতে পারি
ভেজিটেবল স্যুপ।
কী খাবেন বলেন ভাই
দেব নাকি ফিশ ফ্রাই।
কৃষক ভাই অবশেষে
কথা বলেন সরল হেসে।
অত কিছু বুঝি নাই
ডাল ভাত খেতে চাই।
দূরমিয়া বোকার ছাও
চেয়ার ছেড়ে ফুটপাতে যাও।