রাতের আঁধারে জলে ভাসালে
ঘুমন্ত মানুষ ভাসে বন্যায়।
অভিন্ন নদীর জল হঠাৎ ছাড়া
অমানবিক বড় অন্যায়।
বন্ধু বেশে শুধু নিতে জানো
বিনিময়ে দাও বন্যা।
স্বার্থপর প্রতিবেশির হেলায়
বানবাসীর চোখে কান্না।
বাঙালি নয় মার্জার জাতি
জল দেখে করবে ভয়।
চেয়ে দেখ তোরা ঐক্যবদ্ধ মোরা
ষড়যন্ত্র করবোই জয়।।