সিংহ কী বুঝে পিঁপড়ের বেদন?
হাটিয়া চলে পিষিয়ে ফেলে,
পিঁপড়ের ঘর করে মর্দন।
শিয়ালের হাতে বন্টনের ভার
মাটিতে কী পড়ে পা দুটি তার?
মটকিয়ে দেয় পিঁপড়ার ঘাড়।
শমিক পিঁপড়ে খাটে দিনভর
শিয়ালের পকেট পদে ভরপুর।
চলছে এভাবে আজব এক দেশে
তবুও শ্রমিক সে দেশকে ভালবাসে।।
উৎসর্গঃ শ্রমজীবী মেহনতি মানুষ।
দেশের নামঃআজব দেশ
রাজাঃ সিংহ
পদলোভী সুবিধাবাদীঃ শিয়াল
শ্রমজীবীঃ পিঁপড়া