ভূ-গর্ভে ফাউন্ডেশন,
আকাশ ছোয়া উঁচু ভবন।
চাকচিক্যে নেই জুড়ি,
গড়েছো খেলনা বাড়ি।
এই আমার, সেই আমার,
ভেবেছো কী তুমি কার?
আপনারে লয়ে মগ্ন সদা,
ভাবিলেনা কে পাওনাদার।
ইট গুলি সব পড়ছে খসে,
দেখবে বসে তারার দেশে।
শেওলা জমে ময়লা হবে,
তোমার শখের বারান্দা।
বাড়ীর ছাদে পাখপাখালির,
কিচিরমিচির সকাল সন্ধা।
হিজল গাছে পুকুর পাড়ে,
স্তরে স্তরে ফুল ঝড়ে।
শুকনো পাতার আবরনে,
তোমার কবর অনাদরে।
সুপারি বৃক্ষ সারি সারি
দেয়ালে আছে সখের ঘড়ি,
গড়েছিলে এক খেলনা বাড়ি।।