যোগাযোগের কত মাধ্যম
পৃথিবী হাতের মুঁঠোয়।
কোথায় আছি,কেমন আছি
খবর নিও একটু!
তোমায় দেখার তৃষ্ণা চোখে
এক অস্থিরতা বুকে।
ফিরে যেতে ইচ্ছে করে
পত্র লেখার যুগে।
অস্তপারে যাবার বেলা
আসবে কী প্রিয়?
না আসলে ভুল করে
তোমার ঠিকানা দিও।
নীলখামে লিখবো চিঠি
তোমায় দেখার অসুখ।
ওপারে তে যাবার বেলায়
যেন না বুজি চোখ।