মনের হরষে – আরাম আয়েশে
মগ্ন আছো - ভোগ বিলাসে।
আসবে সেদিন – থাকবে বামে
প্রখর বাষ্পে – ফুটন্ত জলে।
অবিশ্বাসী - বাম দিকের দল
খাবে সেদিন- ঝাক্কুম ফল।
পান করবে – উত্তপ্ত ফুটন্ত পানি।
উটের ন্যায়- করবে ছটফটানি।
ভুলে আছো আজ- সে কঠিন ক্ষন
এটাই হবে- বিচার দিবসে আপ্যায়ন।