আমি বাংলাদেশ, আমার স্বপ্নের নেই কোনো শেষ।
আমার সবুজের বুকে, প্রতিদিন স্বপ্নের সূর্য উঠে।
উত্তাল সমূদ্রে জলরাশি, জোয়ার ভাটায় আমি হাসি।
তবু নিজেকে প্রশ্ন করি, আমি কি ভাল আছি?

আমি বাংলাদেশ, আমার স্বপ্নের নেই কোনো শেষ।
রাজপথে ছাত্রদের স্লোগান, কোটার হোক অবসান।
শিক্ষকরা চায় পেনশন, ক্লস রুম করে বর্জন।
পরীক্ষা পদ্ধতির পরিবর্তন, অভিভাবকের শুধু টেনশন।

আমি বাংলাদেশ, আমার স্বপ্নের নেই কোনো শেষ।
ঘুষ, দুর্নীতির লাগাম, ধরবে কে এবার ?
প্রশ্ন কিনে অযোগ্যরা বনে যায় ক্যাডার !
দ্রব্যমূল্যের যে উর্ধ্বগতি, ১৮ কোটি সন্তানের মুখে নেই হাসি।
তাই কখনো নিজেকে প্রশ্ন করি,আমি কি ভাল আছি?

[বিশেষ কৃতজ্ঞতা শ্রদ্ধেয় গুরু, কবি মার্শাল ইফতেখার আহমেদ।]