ফাগুন হাওয়ায় লাগলো আগুন,প্রেমিক মনের কোণে।
কোথায় যেন মন হারাতে চাই ,তাহার প্রেমের অনুরণে।
পলাশ শিমুল রাঙালো বন,সে ডাকে মোরে যখন তখন।
খেই হারিয়ে খুঁজি তারে,পাই যেন মনের ঘরে তারই দর্শন।
সবুজ পাতার নতুন দলে, কোকিলের কুহু কুহু গানে গানে।
যত ফুল আজ ফুটলো বনে,লাজুক তোমার আভরণে।
এলে তুমি কুঞ্জবনে,ঋতুরাজের আগমনে;হৃদে প্রেম অনন্ত।
নিন্দুকেরা যে যাই বলুক গোপনে,গোপনে;আজ আমার বসন্ত।