মায়ের ভাষা কেড়ে নিবে,পড়িয়ে দেবে শেকল
আসমূদ্রহিমাচলে জ্বলল, প্রতিবাদের আগুন,
কেমন করে ভুলবো মাগো, ৮ ই ফাল্গুন।।
তোমার সাথে বলবো কথা ইশারায়,মনে মনে
বাংলা ছাড়া অন্য ভাবে, আমার কী আর মন ভরে?
ভাষার জন্য রক্ত দিল, তোমার আদুরে সন্তান,
জীবন দিয়ে রাখলো সেদিন, তোমার ভাষার মান।
বুকটাকে ঢাল বানিয়ে রুখলো, গুলির বর্ষণ
কেমন করে ভুলবো মাগো, ৮ ই ফাল্গুন।।