খুশির বৃষ্টি হৃদয় জুড়ে, প্রকৃতিও আজ স্নিগ্ধ
কেউ আছে আজ মন মরা হয়ে, হৃদয় হচ্ছে দগ্ধ
শান্তির বারি ঝড়ুক হৃদয়ে, কলুষতা হোক মুক্ত
হাতে হাত রেখে হৃদয়ের তার একে একে হোক যুক্ত
রৌদ্রস্নাত উদার আকাশ থাকুক সবার মনে
উন্মনা মেঘে অকাল বর্ষা ভঙ্গ দিক এই রণে
কিসের হিংসা কিসের দ্বেষে এতো রক্ত ক্ষরণ হয় এভাবে কেউ বাঁচতে পারে না মনে রেখো নিশ্চয়
আমরা যারা সরল মনে সহজ পথে থাকি
মনের দুহাত বাড়িয়ে দিয়ে বন্ধু বলে ডাকি
তারাই কেন কাব্যগুলো দুহাত দিয়ে ছেঁড়ে
নত মাথায় থাকবো কত? পারদ যাচ্ছে বেড়ে
এমন এই দুর্গম পথে কেউ যদি পাশে থাকে
কাঁধে হাত রেখে স্বস্তি জোগায় প্রতিটি পথের বাঁকে
আমিও তার দুটো হাত ধরে থাকবো ভীষণ শক্ত
শত হতাশায় ঝরতে দেবোনা এক বিন্দু রক্ত