আমরা ভালো আছি;
সময়-স্রোতে বয়ে গিয়েও
আমরা দু'জন কাছাকাছি,
আমরা ভীষণ ভালো আছি৷
আবেগ আছে, উষ্মা আছে,
আছে অনেক যন্ত্রণা,
পণ করেছি প্রবল ঝড়েও
কভু আমরা ভাঙবো না৷
ভাঙতে পারে মনের আশা,
কমতে পারে প্রত্যাশা,
বালির ঘরে বাস করি না,
হবো না তো কোণঠাসা।
আমরা দু'জন আত্মহারা,
বাঁধন হারা প্রাণ মোদের,
দেহ ভিন্ন, এক প্রাণে রই
ধারধারি না ঋণ শোধের।
আমরা আছি মনের টানে,
প্রাণের পরে প্রাণ দিয়ে;
উতল স্রোতে বানভাসি হই
স্বপ্ন নদীর পথ বেয়ে৷
দোসর মোরা মনে-প্রাণের,
কসুর মোদের এই তো, বেশ!
শতেক ঠাট্টা তীর্যকতায়
কাটতে চায় না প্রেমের রেশ৷