সময় বড়োই ব্যস্তবাগীশ, নিজের তালে চলে
মন খারাপের বৃষ্টি যখন তোমার কথা বলে
তখন মনের আনাচ-কানাচ পদোধ্বনি শোনে
কান্নাগুলোর ধার ধারে না গল্পগুলো বোনে
বিকেল বেলায় বিকায় হেলায় ক্লান্তিমাখা সুর
সুরের হদিশ করতে গিয়ে খোঁজ করে বন্ধুর
বন্ধু তোমার একলা আকাশ একলা আছে বেশ
দোসর খোঁজার নেই যে বালাই চক্ষু অনিমেষ
সময় যখন সাঙ্গ হবে রঙ্গ হবে শেষ
সফেদ হবে তোমার দেখা কুন্তলিনীর কেশ
আবার তখন নামবে ঝড়ে অকাল শ্রাবণধারা
ছুটবে সবাই দিকবিদিকে হয়ে বাক্যহারা
অনাদরে অনিমিখে থাকবে আকাশ চেয়ে
একলা হওয়ার দুঃখগুলো হঠাৎ খুঁজে পেয়ে
বুঝবে তখন মলিন বদন সঙ্গিবিহীন মন
কেন বৃথাই দূরে ছিলাম একলা মনের কোণ