আমরা সবাই আশায় আছি নতুন সোপান গড়বো বলে,
নবীন দিনের পান্থরা সব এলো খুশির দু-হাত মেলে৷
আমরা সবাই স্বপ্ন দেখি নতুন কিছু পাওয়ার আশায়,
দিন বদলের ডাক পাঠাতে অন্তরের এই ভালোবাসায়৷
আমরা ভাবি আকাশ-কুসুম অনিচ্ছাতে নিজের মতো,
জিওন কাঠির সন্ধানে তাই আছি মোরা সদাই রত৷
আমরা বাঁচি আলোর দীশায় নতুন যুগের সঙ্গী হতে,
ভবিষ্যতে এগিয়ে চলা সুখ-দুঃখের অমোঘ স্রোতে৷
আমরা জ্বালি আশার দীপক, হৃদয় দিয়ে সলতে পাকাই,
মনের কাছে মনটা রেখে আমরা ভালোবাসতে শেখাই৷
আমাদের এই চলার পথে অনেক বাঁধা, অনেক নিষেধ,
তবুও মোরা পণ করেছি মিটিয়ে দেবো সকল বিভেদ৷
আমরা ভুলি প্রাণের মায়া, অসম্ভবের স্লোগান তুলি
জোয়ারে সব গা ভাসিয়ে ভর্তি করি আশার ঝুলি৷
আমরা তো নই ফুরিয়ে যাওয়া, শুকিয়ে যাওয়া জলের কুয়ো,
এগিয়ে যাওয়া মন্ত্র মোদের, সেটাই মানি, সেটাই প্রিয়৷
কবির খড়গ মোদের হাতে, নই মোরা নই হদ্দ বোকা,
ন্যায্য পেতে কর রে বাহির ঘরের থেকে নিজের খোকা৷
আমরা সবাই তপ্ত লোহা,আঘাতে আর পাই না যে ভয়,
দাবিয়ে রাখা চলবে না আর, ভরসা রাখি হবেই জয়৷
উচ্চ শিরে চলবো মোরা, নই বাঁধা নই রাজার হাতে,
চলুক জীবন নিজের মতোই, বয়ে চলুক আপন খাতে৷
আমাদের এই জেহাদ শুনে আসবে ছুটে কালাপাহাড়,
ভাঙবে মাথা খল মননের, ঘুঁচবে তখন সব হাহাকার৷