না ফেরার দেশে চলে গিয়েছো
আসবেনা জানি ফিরে,
তোমার স্মৃতিরা ভীড় করে আসে
আমার হৃদয় ঘিরে৷
জীবনজ্যোতিতে ভরা ছিল
জানি থাকবে চিরকাল,
তুমি না থাকলে পূর্ণ হবে কি
প্রতিদিনের এই সকাল৷
শতমমতায় শতস্নেহডোরে
বেঁধে রেখেছিলে সবে,
তোমাছাড়া মোরা অসহায় জানো
ছেড়ে গেলে কেন তবে?
কালের নিয়ম বড়োই কঠিন,
মানতে অনেক বাঁধা,
তুমি ছাড়া সবই শূন্য হয়েছে
লেগেছে ভীষণ ধাঁধা৷
শাখাপ্রশাখা বিস্তৃত করে
দিয়েছো অনেক শোভা,
অনেক নামেই পরিচিত ছিলে
আসল নামটি 'নিভা'
তুমিই কর্তৃী, তুমিই সহায়
আপনজনের তরে,
পরকে তুমি আপন করেছো
ভালোবাসার জোরে৷
যেমন ছিলে তেমনি থেকো
এই মোদের মিনতি,
তোমার চরণে পড়ুক ঝোরে
মোদের শত প্রণতি৷