সুচরিতার রচয়িতা শ্রাবণী-স্বপন
জন্মদিনের শুভেচ্ছা বার্তা এখন করিব বর্ণন
অগ্রহায়ণের দশম দিনে ধরাধামে এসে
সবার মনে আনন্দধারা এল অক্লেশে
শ্রীরামপুর বাটি তখন আনন্দিত হল
স্বর্গ থেকে লক্ষ্মীরূপী কন্যা জন্ম নিল
সফেদ বরণ তার মৃদু হাসি মুখে
আহ্লাদে দিন কাটে আনন্দ আর সুখে
মুখোপাধ্যায় আলয়ের সে আলোকিত রূপ
খুশির বিভায় সে আনন্দ স্বরূপ
তার কন্যা সুমন্দিরা সুমধুর ভাষী
একই দিনে জন্ম নিল মাতৃ ক্রোড়ে আসি
সুমিত জনক তার, কলকাতায় নিবাস
নির্মল কান্তি তার প্রসন্ন প্রকাশ
বন্দ্যোপাধ্যায় দম্পতি তারা সুমিত-সুচরিতা
তাদের ঘরে আনন্দ নিচয়, সঙ্গে বিশ্বপিতা
একই দিনে জন্ম নিল তনয়া ও জননী
সংসারেতে বরাভয় আনন্দ স্বরূপিনী৷
জন্মদিনে শুভেচ্ছা তাদের দিলাম অপার
আনন্দে দিন কাটুক তোমাদের সবার৷৷