আমি হেঁটে চলেছি সেই কণ্টকাকীর্ণ পথ ধরে;
যেখানে অলসতা এক অলীক সুখ,
যেখানে একরাশ উদভ্রান্ত কল্পনা শিথিল হয়ে যায় নানাবিধ দুঃস্বপ্নের কবলে৷
আমি হেঁটে চলেছি সব দুরন্ত বাঁধা জয় করে;
যেখানে মৃত্যুও চায় ক্রন্দনহীন মৃত্যুর মুখ,
যেখানে সময়ের গণ্ডি ভেঙে পালিয়ে যাবার প্রবণতা প্রকট হয়ে দেখা দেয় কালের অন্তরালে৷
আমি হেঁটে চলেছি অচেনা এক বালিয়াড়ির সঙ্গে;
যেখানে চোরাবালি ঢেকে দেয় মনের সব অসুখ,
যেখানে তাপের প্রবল জ্বালা বুঝিয়ে দেয় কত যে শীতলতা লুকিয়ে আছে তার চোখের এক বিন্দু নোনাজলে৷
আমি ভেসে চলেছি গভীর এক ভাব তরঙ্গে;
যেখানে সময় উদ্বেল হয় কালের বিমুখ,
মেঘের পরে মেঘ জমে যায়, ক্লান্তিহীন বৃষ্টি নামে
আমার স্বর ক্ষীণ হয়ে যায় শ্রাবণ বারির কোলাহলে৷