জ্বলছে পাহাড়
জ্বলছে মাটি
জ্বলছে দ্যাখো বন পলাশী
জ্বলছে তবু পুড়ছে না
জেহাদ শুনেও হাল ছাড়ছে না৷
ভাঙছে শহর
ভাঙছে নদী
থমকে যাচ্ছে অগ্রগতি
মরণ লড়াই থামছে না
কেউ তবু হাল ছাড়ছে না৷
ফুঁসছে শহর
ফুঁসছে মানুষ
বাতাস শূণ্য প্রাণের ফানুস
কঠিন বরফ গলছে না
ভাঙা মন হাল ছাড়ছে না৷
ধুঁকছে জীবন
ধুঁকছে নবীন
সস্তা দামে বিক্রি সুদিন
তবু শিরদাঁড়াটা ভাঙছে না
বিপদেও হাল ছাড়ছে না৷