এরাও পদাতিক
----------------
রাতভোর দাঁড়িয়ে আছে এই মহাপৃথিবীর বুকে;
নীল আকাশের নীচে যেমন জুঝছে অগুন্তি প্রাণ৷
একদিন যখন প্রতিদিনের অভ্যাসে পরিণত হয়,
অন্তরের ইচ্ছেগুলো সব বেমালুম খারিজ হয়ে যায়৷
আশাগুলো মিলিয়ে যায় আকাশে থাকা অন্তরীনে৷
আকাশ কুসুম স্বপ্ন নিয়ে একের পর এক ইন্টারভিউ-
তারপর তারাও সামিল হচ্ছে বেকারদলের কোরাসে গলা মেলাতে৷
সমাজের চালচিত্রটা স্পষ্ট হচ্ছে ক্রমাগত৷
আকালের সন্ধানী তো সবাই৷
আজও জীবনের লড়াই থামেনি ঘিনুয়া-ডুঙ্গরিদের;
হাত ধরার জন্য ভুবন সোম-এর মতো কোনো প্রতিনিধি আজ আর নেই৷
ইচ্ছেপূরণের এই সংগ্রাম চিরন্তন,
অবশেষ নেই কিছু তার৷
কলকাতা ৭১ হোক বা পূর্ববঙ্গের ফরিদপুর,
এ পথ চলা দীর্ঘ থেকে দীর্ঘতর৷
-----------------শ্রাবন্তী গোস্বামী