একলা জীবন
------------

সবার মাঝে একা হবার আবেগগুলো মনকে ডাকে,
ব্যস্ত জীবন ক্ষিপ্ত চাওয়ায় পথের মাঝে পরে থাকে৷

সময় যত গড়ায় শমন শিওর পানে উঁকি মারে,
কান্না ঢাকে, ভুলতে স্মৃতি অচল জীবন আপন করে৷

অবাধ আলাপ, অবোধ ঢঙে আসর জমে দুঃসাহসে,
সবার মাঝে জীবন একাই  বয়ে চলে দূর প্রবাসে৷

প্রবাসেতে আছে যারা দিব্য আছে নিজের মতো,
মরছে তারাই সবার মাঝে  ঘুরছে যারা অবিরত৷

স্বজন আছে; সুজনেরই অভাবটা যে বড্ড বেশি,
জীবন ডিঙি বাইতে হলে শক্ত করো মাংসপেশি৷

দিনের শেষে সবার মতো থাকবে তুমি ভীষণ একা,
অনেক জ্বালায় কাতর হবে যতই থাকুক নগদ টাকা৷

যারা পেশায় অনেক সফল, নেশার ঘোরে জীবন কাটায়,
তারাই আবার একলা রাতে স্মৃতির ঘরে চিঠি পাঠায়৷

চলতি সময় এগিয়ে যাবে, স্রোতের ফাঁদে সবাই রবে,
জীবন শুধু সবার মাঝে একলা হয়েই  কেঁদে যাবে৷

                          ----------শ্রাবন্তী গোস্বামী