আইবুড়ো ভাত বিয়ের আগে
মাংস পোলাও আগে-ভাগে
সকালবেলায় দধি চিঁড়ে
বরের জন্য শক্ত পিঁড়ে
তেল হলুদের কম্বিনেশন
ছুঁয়ে দিলেই মুশকিল আসান
নদীর ঘাটে গঙ্গা বরণ
পূর্ব পুরুষ করে স্মরণ
শোলার টোপর মাথায় দিয়ে
চলল ছেলে করতে বিয়ে
মন উৎসুক কনের বাড়ি
বর আনতে সাজাও গাড়ি
হাত দুটো মায়ের পায়ে ছুঁয়ে
আশিস নিতে মাথা নুয়ে
বলল মাগো যাচ্ছি সেথায়
তোমার লক্ষ্মী আছে যেথায়
আনব বেঁধে খুশির ডোরে
নিও সবে আপন করে
এরপরে সে গাড়ি চড়ে
পৌঁছে গেল সেই দুয়ারে
কেউ যেখানে বহু আশায়
অন্তরের এই ভালোবাসায়
সীমন্তিনী হওয়ার তরে
গুনছে প্রহরে করজোড়ে